ভুলত্রুটি হলে পাঠশেষে ক্ষমা প্রার্থনা মন্ত্রঃ-
গীতা পাঠে আমাদের অনেক সময় ভুল-ত্রুটি হয়ে যায়। ভুল হবার ভয়ে আমরা গীতা পাঠই করিনা। সকল সমস্যার যেমন সমাধান আছে, ঠিক তেমনই গীতা পাঠ করে এই মন্ত্রটি পাঠ করে শ্রী কৃষ্ণের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে ভুলগুলো সংশোধন হয়ে যায়।
আরো পড়ুন:
মঙ্গলাচরণ | প্রথম অধ্যায় | দ্বিতীয় অধ্যায় | তৃতীয় অধ্যায় | চতুর্থ অধ্যায় | পঞ্চম অধ্যায় | ষষ্ঠ অধ্যায় | সপ্তম অধ্যায় | অষ্টম অধ্যায় | নবম অধ্যায় | দশম অধ্যায় | একাদশ অধ্যায় | দ্বাদশ অধ্যায় | ত্রয়োদশ অধ্যায় | চতুর্দশ অধ্যায় | পঞ্চদশ অধ্যায় | ষােড়শ অধ্যায় | সপ্তদশ অধ্যায় | অষ্টাদশ অধ্যায় | সংক্ষিপ্ত-মাহাত্ম্যম | সম্পূর্ণ-মাহাত্ম্যম।
0 মন্তব্যসমূহ